ISRO made NavIC technology: সম্প্রতি লঞ্চ করেছে আইফোন ১৫ সিরিজ। অত্যাধুনিক প্রযুক্তির ওই সিরিজের চারটি ফোনই ইতিমধ্যে ভারতে বিক্রি শুরু হয়েছে। জানা গিয়েছে, ইসরোর তৈরি NavIC বা 'নাবিক' প্রযুক্তি ব্যবহার করা হয়েছে আইফোন ১৫-এ। যার ফলে জিপিএসের থেকেও আরও নিখুঁত ভাবে উপগ্রহ চিত্র পাওয়া সম্ভব হবে।
কার্গিল যুদ্ধের সময় আমেরিকার কাছ থেকে উপগ্রহ চিত্র চেয়েছিল ভারত। কিন্তু আমেরিকা সেই ছবি দিতে অস্বীকার করায় তখন থেকেই নিজস্ব GPS তৈরির পরিকল্পনা ছিল ভারতের। সেইমতো 'নাবিক' প্রযুক্তি তৈরি করে ISRO। যদিও শুধুমাত্র আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্সে ওই প্রযুক্তি কাজ করবে।
Read More- গুরুত্বপূর্ণ ল্যাপটপ ভীষণ স্লো? ফাস্ট করার ৪ স্মার্ট উপায় জানুন
ISRO -র তরফে দাবি করা হয়েছে, জিপিএসের থেকে আরও নিখুঁত উপগ্রহ চিত্র দিতে পারবে । এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন, আপেল আইফোন ১৫ লঞ্চ হওয়ার ফলে ভারতের মুকুটে দুটি পালক যুক্ত হয়েছে। প্রথমত একই দিনে ভারতের বাজারেও আইফোন ১৫-র সবকটি মডেল বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে ওই সিরিজের ফোনে ব্যবহার করা হয়েছে 'নাবিক' প্রযুক্তি।