ইলন মাস্কের সংস্থা স্পেস-এক্সের সঙ্গে এবার হাত মেলাতে চলেছে ভারতের মহাকাশ বিজ্ঞান সংস্থা ইসরো। নেক্সট জেনারেশন হেভি কমিউনিকেশন স্যাটেলাইট GSAT-20 (নাম পরিবর্তিত হয়ে GSAT-N2)-এর লঞ্চের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
যে নতুন উপগ্রহটি তৈরির জন্য এই উদ্যোগ, সেই কা-ব্যান্ড উপগ্রহটি প্রাথমিকভাবে দেশের ভিতরের বিভিন্ন সংযোগকে আরও দ্রুতগামী করার লক্ষ্যেই শুরু করা হবে। এই উপগ্রহটি ভারতের অতি দুর্গম অঞ্চলেও দ্রুত ইন্টারনেট পরিষেবা পেতে সাহায্য করবে।
উল্লেখ্য, এই প্রথমবার এই ধরনের বিগ কমিউনিকেশন স্যাটেলাইট তৈরির জন্য স্পেস-এক্সের সহায়তা নিচ্ছে ইসরো। এতদিন পর্যন্ত এই কাজটি সম্পন্ন করা হত ফ্রান্সের অ্যারিয়ানস্পেস কনসোর্টিয়ামের মাধ্যমে।