কেমন আছে রোভার প্রজ্ঞান। দেশবাসীর এই আশঙ্কাকে উড়িয়ে তার নতুন ভিডিও এবার টুইট করল ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। শনিবার দুপুরে এই ভিডিওটি টুইটারে পোস্ট করা হয়েছে। তাতে দেখা গিয়েছে চাঁদের মাটিতে দিব্য ঘুরে বেড়াচ্ছে প্রজ্ঞান।
মোট ১৪ দিন চাঁদে এ ভাবেই ঘুরে বেড়াবে প্রজ্ঞান। চাঁদ থেকে নানা তথ্য ও নমুনা সংগ্রহ করে ল্যান্ডারের মাধ্যমে পাঠাবে পৃথিবীতে। রোভারের চাকায় এক দিকে ইসরোর লোগো এবং অন্য দিকে ভারতের অশোকচক্র আঁকা রয়েছে।
আরও পড়ুন : চাঁদের কুমেরুতে ভারতের সাফল্য, দিল্লিকে শুভেচ্ছা ইসলামাবাদের
শনিবার ভোরে দেশে ফিরেই একটি টুইট করেন প্রধানমন্ত্রী। লেখেন, ”ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে কথা বলার জন্য আমি উন্মুখ, যাঁরা দেশকে গর্বিত করেছে।
২৩ অগাস্ট সন্ধ্যায় চন্দ্রযান ৩-এর ল্যান্ডিং এর সময় সরাসরি ইসরোর দফতরে না থাকলেও নরেন্দ্র মোদীর ভার্চুয়াল উপস্থিতি দেখেছিল গোটা দেশ। কিছুক্ষণের মধ্যে ইসরোর চেয়ারম্যানকে ফোন করেও শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।