রাশিয়া, আমেরিকা এবং চিনের পর চতুর্থ দেশ হিসেবে নজির গড়তে চলেছে ভারত। খুব শিগগির নিজেদের মহাকাশ স্টেশন তৈরি করতে চলেছে ইসরো।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন, সব ঠিক থাকলে ২০৩৫-এর মধ্যেই স্পেস স্টেশনটিকে মহাকাশে পাঠানোর ব্যবস্থা করা হবে, সবরকম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
Anant-Radhika Prewedding: ঠিক যেন রূপকথা! বলিউডি গানের রাধিকার গ্র্যান্ড এন্ট্রি! মুগ্ধ গোটা দেশ
ভারতের নিজস্ব মহাকাশ স্টেশনে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে, তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। মহাকাশ স্টেশনের নাম রাখা হবে ‘ভারতীয় অন্তরীক্ষ স্টেশন’। স্টেশনে দুই থেকে চার জন নভশ্চরের থাকার ব্যবস্থা করা হবে।
মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত নানা গবেষণার মধ্যে থাকছে চাঁদ নিয়ে নানা গবেষণাও। আগামী দিনে, চাঁদকে বসবাসযোগ্য করে তোলা যায় কী না, সেই গবেষণাও চালানো হবে ভারতীয় স্পেস স্টেশন থেকে।