চাঁদের মাটিতে অবস্থানরত চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানকে দ্বিতীয় বারের জন্য সক্রিয় করে তোলার চেষ্টা করবে ইসরো। তবে শুক্রবারের সেই প্রচেষ্টা আদৌ সফল হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে সূর্য উঠেছে৷ এখনও সেখানে ভোর। সূর্যের আলো পড়ছে বিক্রম এবং প্রজ্ঞানের গায়ে। তবে তার মাধ্যমে যন্ত্রপাতির ব্যাটারি চার্জ হচ্ছে কিনা এখনও স্পষ্ট নয়। চার্জ সম্পূর্ণ হলে বিক্রম এবং প্রজ্ঞান ফের জেগে উঠতে পারে। যদিও সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
চন্দ্রযান-৩ যে উদ্দেশ্য নিয়ে চাঁদে গিয়েছিল, তা ইতিমধ্যেই সফল। যদি দ্বিতীয়বারের জন্য তাদের সক্রিয় করা যায়, তাহলে আরও তথ্য পেতে পারেন বিজ্ঞানীরা৷ মনোহর পার্রীকর ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসের মহাকাশ বিশেষজ্ঞ অজয় লেলে জানিয়েছেন, গত এক দিন ধরে সূর্যের আলোয় যে শক্তি ল্যান্ডার এবং রোভারে সঞ্চিত হয়েছে, তাতে প্রাথমিক ভাবে যন্ত্রপাতিগুলি চালু হওয়ার কথা। কিন্তু সূর্যের আলোয় সেগুলি কী আচরণ করে, সেটা দেখতে হবে।
চাঁদে রাত কাটলে যাতে আবারও যোগাযোগ করা যায় সেই উদ্দেশ্যে ল্যান্ডার বিক্রমকে স্লিপ মোডে পাঠানোর আগে তার রিসিভারটিকে চালু রেখেছিল ইসরো। কিন্তু চাঁদে রাতের তাপমাত্রা হিমাঙ্কের ২৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যায়৷ এই তীব্র শীত চন্দ্রযান-৩ সহ্য করতে পারবে কিনা তা নিয়ে ইসরো সন্দিহান।