একাধিক টেলিকম সংস্থাকে টেক্কা দিচ্ছে জিও। জেনে নিন, এমন একটি জিও-র প্ল্যান। যেখানে এয়ারটেলের প্ল্যানের থেকে মাত্র ৪ টাকা বেশি খরচেই পেয়ে যাবেন ১৪ জিবি বেশি ডেটা।
এয়ারটেল ২৬৫ টাকা প্ল্যান
এয়ারটেলের এই প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা পাবেন। সঙ্গে মিলবে রোজ ১০০টি টেক্সট মেসেজ এবং আনলিমিটেড কলিং। এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৮ দিন। সঙ্গে হ্যালোটিউন এবং wynk মিউজিক সাবস্ক্রিপশন পাবেন।
আরও পড়ুন - নতুন ফিচার আনছে চ্যাটজিপিটি, এবার ৩৭টি ভাষায় কথোপকথন করতে পারবেন ব্যবহারকারীরা
জিও ২৬৯ টাকা প্ল্যান
জিও’র রিচার্জের এই প্ল্যানের দাম এয়ারটেলের থেকে ৪ টাকা বেশি। এতে ১৪ জিবি বেশি ডেটা পাবেন। অর্থাৎ দৈনিক ১.৫ জিবি ইন্টারনেট পাবেন। পাশাপাশি দৈনিক টেক্সট এবং আনলিমিটেড কলিং রয়েছে। সঙ্গে জিও সাভান প্রো সাবস্ক্রিপশন।