ক্লাউড স্টোরেজ। এই প্রজন্মের মানুষ এই শব্দবন্ধের সঙ্গে অনেকটাই পরিচিত। একজন মানুষের কাছে একাধিক ডিভাইস। আর স্টোরেজ সমস্যায় ভোগেন কমবেশি সব্বাই। গুগল অ্যাকাউন্ট আছে যাদের, তাঁরা প্রত্যেকেই একটি ইমেল আইডি থেকে ১৬ জিবি ফ্রি স্টোরেজ পান। যাতে ফটো, ভিডিয়ো, গান অনেক কিছুই রাখা যায়। এটিই ক্লাউড স্টোরেজ। আই ফোন বা ম্যাক ব্যবহাকারীদের জন্য থাকে আই ক্লাউড। যার জায়গা মাত্র ২ জিবি। তবে বাড়তি স্টোরেজ লাগলে, স্পেস কিনতে পারেন ব্যবহারকারীরা।
এবার গুগলকে টেক্কা দিতে বাজারে নামল রিলায়েন্সের জিও। জিও ব্যবহারকারীদের বিনামূল্যে ১০০ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ দিচ্ছে। অনেকেই মনে করছেন, জিও-এর এই মাস্টারপ্ল্যান গুগল ক্লাউড স্টোরেজের ভাবনাকে চ্যালেঞ্জ জানাতে পারে।
বর্তমানে জিও ব্যবহারকারীরা প্রত্যেক রিচার্জ প্ল্যানের সঙ্গে ৫ জিবি ক্লাউড স্টোরেজ অপশন দিচ্ছে। সম্প্রতি রিলায়েন্সের বার্ষিক সভায় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দীপাবলি অফারে জিও একটি ধামাকা অফার আনতে চলেছে। জিও AI ক্লাউড ওয়েলকাম অফারে ১০০ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ দেবে সংস্থা। ১০০ জিবি স্পেস গুগলে কিনতে গেলে বছরে লাগে ১৩০০ টাকা। তাই যারা বাড়তি স্টোরেজ খুঁজছেন, তাঁদের কাছে এটা দারুণ অফার।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দেশে প্রায় ৬ কোটি লোক জিও ক্লাউড ব্যবহার করে। জিও ক্লাউডের সিকিউরিটি অন্যদের তুলনায় অনেক বেশি। AES256 এনক্রিপশন ব্যবহার করে সংস্থা। সব সার্ভার ভারতেই আছে। যে কোনও অপারেটিং সিস্টেম থেকেই ব্যবহার করা যাবে এই জিও ক্লাউড। অ্যাপ ডাউনলোড করে নিলেই ক্লাউড সার্ভিস কাজে লাগাতে পারবেন ব্যবহারকারীরা।