সিনেমা বা ওয়েব সিরিজের দর্শক সংখ্যা রোজই বাড়ছে। আর সেই কারণে স্মার্টফোন ব্যবহারকারীরা একাধিক OTTর সাবক্রিপশন গ্রহণ করেন। এর ফলে পকেটে টান পড়ে মধ্যবিত্তের। এই সমস্যা থেকে মুক্তি দিতে বিশেষ একটি প্ল্যান লঞ্চ করল জিও। নতুন ওই প্ল্যানের মাধ্যমে ১২টি OTT-প্ল্যানের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
কী কী সুবিধা রয়েছে?
Jio-র ওই রিচার্জ প্ল্যানের জন্য খরচ করতে হবে ১৭৫টাকা। এর মাধ্যমে 10GB হাইস্পিড ডেটা ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এছাড়াও ১২টি OTT-র সাবক্রিপশন পাবেন একদম বিনামূল্যে। এর বৈধতা ২৮ দিন।
কোন কোন OTT-র সুবিধা রয়েছে?
সোনিলিভ, জিফাইভ, জিয়োসিনেমা প্রিমিয়াম, লায়নসগেট প্লে, ডিসকভারি+, সান এনএক্সটি, কাঁচা লঙ্কা, হইচই, প্ল্যানেট মারাঠি ইত্যাদি
কীভাবে রিচার্জ করতে হবে?
মাইজিও অ্য়াপের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন রিচার্জ প্ল্যাটফর্ম ব্যবহার করে রিচার্জ করতে পারেন।
এদিকে OTT ছাড়া আর কোনও সুবিধা নেই এই প্ল্যানে। কোনও কলিং-এর সুবিধা নেই। ফলে যাঁরা কম্বো প্যাক ব্যবহার করেন তাঁদের জন্য এই প্ল্যানটি আদর্শ নয়।