লঞ্চ হল রিলায়েন্স জিও এয়ারফাইবার (Jio AirFiber)। আপাতত ৮টি শহরে এই অত্যাধুনিক ইন্টারনেট ডিভাইস ব্যবহার করা যাবে। তার মধ্যে রয়েছে আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, কলকাতা, মুম্বই এবং পুনে। কোনও রকম ফাইবার অপটিক্যাল কেবল ছাড়াই 5G ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে এই ডিভাইসের মাধ্যমে।
জিও এয়ারফাইবারের রিচার্জ প্ল্যানের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ৫৯৯ টাকা। এবং সর্বোচ্চ দাম ৩৯৯৯টাকা। শুধু ইন্টারনেটের সুবিধা নয়, এর সঙ্গে ডিজিট্যাল এন্টারটেইনমেন্ট, OTT, টিভি- সহ একাধিক সুবিধা পাওয়া যাবে। ১০০ টাকা দিয়ে অগ্রিম বুকিং করতে হবে। এবং ১ অক্টোবর থেকে পরিষেবা পাওয়া যাবে।
কীভাবে জিও এয়ারফাইবার কাজ করবে?
বর্তমানে কোনও ফাইবার কানেকশন নেওয়ার ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার কেবলের প্রয়োজন হয়। যা সরাসরি নির্দিষ্ট সুইচিং স্টেশন থেকে বাড়ি পর্যন্ত পৌঁছয়। কিন্তু জিও এয়ার ফাইবারের ক্ষেত্রে হাইস্পিড ইন্টারনেট পাওয়ার জন্য কোনও কেবল প্রয়োজন নেই। শুধুমাত্র বাড়িতে এয়ার ফাইবার ডিভাইস বসালেই সমস্যা মিটবে। এর ফলে ঝড়-বৃষ্টিতে কেবল ছিঁড়ে যাওয়ার কোনও চিন্তা নেই।
Read More- ভীষণ স্লো হয়েছে স্মার্টফোন? মাথায় রাখুন কয়েকটি স্মার্ট টিপস
এবিষয়ে রিলায়েন্স জিও ইনফোকমের চেয়ারম্যান আকাশ আম্বানি জানিয়েছে, ইতিমধ্যে কোটি কোটি ব্যবহারকারীকে পরিষেবা দিচ্ছে জিও ফাইবার। যত দিন যাচ্ছে আরও নতুন নতুন পরিষেবা দেওয়ার প্রক্রিয়া চলছে। সেক্ষেত্রে জিও এয়ার ফাইবারের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে ইন্টারনেটের পরিষেবা দেওয়া সম্ভব।