Jio Republic Day Offer: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ অফার নিয়ে এল রিলায়েন্স জিও। নাম দেওয়া হয়েছে Republic Day Offer। এর মাধ্যমে গ্রাহকরা সারা বছর যেমন কলিং ও ডেটা ব্যবহারের সুবিধা পাবেন তেমনই অতিরিক্ত বেশ কিছু ব্র্যান্ডে ছাড় দেওয়া হবে। জেনে নিন অফার সম্পর্কে বিস্তারিত তথ্য।
কী কী সুবিধা পাওয়া যাবে?
Jio-র অফারটি পেতে হলে গ্রাহকদের ২৯৯৯ টাকা খরচ করতে হবে। এই প্ল্যানের মধ্যে রয়েছে প্রতিদিন ২.৫ GB করে 5G ডেটা ব্যবহারের সুবিধা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টি করে SMS। এছাড়াও ১২৫টাকা মূল্যের ২টি সুইগ্গি কুপন দেওয়া হবে। সঙ্গে থাকছে ইক্সিগো থেকে ফ্লাই বুকিংয়ে ১৫০০ টাকার ডিসকাউন্ট কুপন এবং Ajio থেকে কেনাকাটায় ৫০০ টাকার ডিসকাউন্ট। অর্থাৎ মোট ২২৫০টাকার অতিরিক্ত ডিসকাউন্ট কুপন পাবেন গ্রাহকরা।
Read More- নিখরচায় আপনার ফেসবুকে জ্বলজ্বল করবে ব্লু টিক, জেনে নিন সহজ উপায়
কতদিন পর্যন্ত অফার মিলবে?
তবে এই বিশেষ সুবিধা শুধুমাত্র প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া হচ্ছে। কতদিন পর্যন্ত এই অফার দেওয়া হবে তা জানানো হয়নি। অফারটি ইতিমধ্যে জিওর রিচার্জ ওয়েবসাইটে লাইভ করা হয়েছে।