এবার থেকে মান্থলি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া যাবে Jio Cinema-তে। তার জন্য মাত্র ২৯ টাকা খরচ করতে হবে ব্যবহারকারীদের। Viacom ১৮ এর অধীনস্থ এই প্ল্যাটফর্মটিতে দেখা যাবে HBO, প্যারামাউন্ট, পিকক এবং ওয়ার্নার ব্রোসের একাধিক প্রিমিয়াম কন্টেন্ট। এবং সেক্ষেত্রে কোনও বিজ্ঞাপন দেখানো হবে না। পাশাপাশি 4k রেজলিউশনের অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা।
প্ল্যানে পরিবর্তন
Jio Cinema Premium এর সাবস্ক্রিপশন পেজে এবিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে প্রতিমাসে প্রিমিয়াম সাবস্ক্রিপশনে খরচ হবে ২৯ টাকা। এবং ফোর স্ক্রিনের প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে মাসিক খরচ ৮৯ টাকা।
জিও সিনেমা প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে আগে দাম পড়ত ৯৯৯টাকা। সেক্ষেত্রে এক বছর ওই প্ল্যান ব্যবহারের সুবিধা পেতেন ব্যবহারকারীরা। কিন্তু এবার সেক্ষেত্রে ওই প্ল্যানের খরচ কমিয়ে করা হল মাসিক ২৯ টাকা।