নির্দিষ্ট বাজেটে স্মার্টফোন কেনা রীতিমতো চ্যালেঞ্জ। তার জন্য লাগে অনলাইন ই-কমার্স সাইটগুলিতে রিসার্চ। অনেকেই কেনার আগেই নিজের মতো বাজেট তৈরি করে নেন। তারপর ওই বাজেটে সেরা ফোন বেছে নিতে হবে। পাশাপাশি মাথায় রাখতে হবে অফারও। একবার কিনে নিলে, পরে আফসোস করা ছাড়া আর কোনও উপায় থাকে না।
ডিসপ্লে
এখন দামি স্মার্টফোনগুলিতে AMOLED ডিসপ্লে ব্যবহার হচ্ছে। এই ধরনের ডিসপ্লে এখন প্রিমিয়াম স্মার্টফোনে থাকে। চোখের সমস্যা কম হয়, ব্লু লাইট ফিল্টার থাকে। ফোন কেনার আগে দেখে নেবেন এই ডিসপ্লে।
প্রসেসর ও RAM
স্মার্টফোনে এখন কম্পিউটারের মতো ভারী কাজ হয়। তাই প্রসেসর ও ব়্যাম ভাল থাকলে, অনেক দ্রুত কাজ হয়। গেম, ভিডিয়ো এডিটিং, ছবি এডিটিং হয়। তাই শক্তিশালী প্রসেসর ও RAM বাজেট অনুযায়ী দেখে স্মার্টফোন কিনবেন।
ডিজাইন ও ক্যামেরা
স্মার্টফোনের ডিজাইন ও ক্যামেরা পরষ্পরের উপর নির্ভরশীল। ফটো তোলা, ভিডিয়োগ্রাফি, বা ভিডিয়ো কল করা, সব কিছু নির্ভর করে ডিজাইনের উপর। ভাল সেলফি তুলতে পছন্দ করলে ফ্রন্ট ক্যামেরা বেশি মেগাপিক্সেল দেখে কিনবেন। আর শুট করতে চাইলে রিয়ার ক্যামেরা ভাল থাকা অবশ্যই দরকার।