সোশ্যাল মিডিয়ায় একটু এদিক ওদিক হলেই ট্রোলের মুখে পড়তে হয়। ফলে অনেকেই নানা ভাবে হ্যারাস হন। মানসিভ ভাবে ভেঙ্গেও পড়েন। কিন্তু এই ঝক্কি নিমিষেই দূর হবে। কারণ আজ এডিটর জি সন্ধান দেবে একটি নতুন অ্যাপের। যেখানে ট্রোলড হওয়ার কোনও ভয়ই থাকবে না। কথা বলতে পারবেন মন খুলে। পোস্ট করতেও পারবেন। আর আপনার পোস্টে মজার মজার কমেন্ট করবে AI.
কী এই অ্যাপ?
আসলে একটি নতুন অ্যাপ লঞ্চ হয়েছে Meet SocialAI নামের। এই অ্যাপ আপনাকে উটকো অশান্তি, ট্রোলড হওয়া থেকে মুক্তি দেবে। এই অ্যাপে মন খুলে কথা বলতে পারবেন আপনি। কারণ আপনার প্রশ্নের উত্তর দেবে চ্যাটবট। তাও সেটা রিয়াল টাইমে এবং আপনার মনের মতো উত্তর।
কী ভাবে কাজ করবে এই অ্যাপ ?
Meet SocialAI অ্যাপ হল your personal AI-powered social network। যেটি বলা যায় এক প্রকার আগেকার টুইটারের ক্লোন ভার্সন। এই অ্যাপে প্রশ্ন করলে উত্তর দেবে বট। আপনার পোস্টেও কমেন্ট করবে। এর পাশাপাশি এই অ্যাপে আপনার সিকিউরিটির বিষয়টিও মাথায় রাখবে। আপনার ব্যক্তিগত কোনও তথ্যই ফাঁস হবে না। কোনও পোস্ট চাইলে আপনি ওনলি মি করে রাখতে পারবেন, কোনওটা আবার সকলের জন্য।
গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর সব জায়গায় পাবেন এই অ্যাপ। লগইন করার সময় আপনাকে 'supporters', 'nerds', 'skeptic', 'ideators', 'visionaries' এই ট্যাগগুলির মধ্যে যে কোনও একটি বেছে নিয়ে প্রশ করতে হবে। ফলে বোঝাই যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় নিজের মতো করে কোনও দ্বন্দ ছাড়া সময় কাটাতে চাইলে এই অ্যাপের জুড়ি মেলা ভার।