হোয়াটসঅ্যাপ চ্যানেলের নতুন আপডেট আনছে মেটা। চ্যানেলে এতদিন অনেক সীমাবদ্ধতা ছিল। ইউজাররা প্রতিক্রিয়া দিতে পারেন। শেয়ারও করতে পারেন। এবার ইউজার এনগেজমেন্ট বাড়াতে নতুন পরিকল্পনা মেটার।
হোয়াটসঅ্যাপ চ্যানেল নিয়ে জুকারবার্গ জানিয়েছেন এবার একাধিক অ্যাডমিন চ্যানেল পরিচালনা করতে পারবেন। ভয়েসনোট, , পোল, স্ট্যাটাস শেয়ারের মতো ফিচারও পাওয়া যাবে চ্যানেলে। অ্যান্ড্রয়েড, আইফোন, ওয়েবেও এই নতুন আপডেট আসবে।
হোয়াটসঅ্যাপ চ্যানেল নিয়ে জুকারবার্গ জানিয়েছেন, ভয়েসনোট, একাধিক অ্যাডমিন, পোল, স্ট্যাটাস শেয়ারও এবার করা যাবে। অ্যান্ড্রয়েড, আইফোন, ওয়েবেও এই নতুন পরিষেবা পাওয়া যাবে।