Jio ব্যবহারকারীদের জন্য সুবর্ণ সুযোগ। এবার থেকে ব্রডব্যান্ড কানেকশনে Jio ব্যবহারকারীদের জন্য ৩০ শতাংশ ছাড় ঘোষণা করল সংস্থাটি। এর ফলে প্রায় ১ হাজার টাকা কম খরচ করতে হবে। এবং ইস্টলেশনের ক্ষেত্রে এই টাকা ছাড় পাবেন গ্রাহকরা। জিওর ওই অফারের নাম দেওয়া হয়েছে Jio Freedom Offer।
Jio Freedom Offer
বর্তমানে নতুন যাঁরা Jio Airfiber কানেকশন নেবেন তাঁদের ক্ষেত্রে মোট ৩,১২১টাকা খরচ করতে হয়। এবং এর মধ্যেই এক হাজার টাকা ইনস্টলেশন খরচ দিতে হয়।
সম্প্রতি Jio Freedom-অফারে কী জানানো হয়েছে?
Jio Freedom অফারে ইনস্টলেশন খরচ বাদ দেওয়া হয়েছে। ফলে কাস্টমারদের মাত্র ২,১২১টাকা খরচ করতে হবে। ২৬ জুলাই থেকে এই অফার শুরু হয়েছে। ১৫ অগাস্ট পর্যন্ত চলবে অফারটি।
Jio Fiber এর কানেকশন কীভাবে পাবেন?
Jio Airfiber কানেকশন পাওয়ার জন্য ৬০০০৮-৬০০০৮ মিসকল দিতে হবে। অথবা jio.com অথবা স্থানীয় কোনও jio স্টোরে গিয়েও আবেদন করতে পারেন।
চলতি বছরের মে মাসে জিও এয়ার ফাইবার চালু করেছে Jio। দাম ছিল মাত্র ৮৮৮ টাকা। এর সঙ্গে Netflix-এর সুবিধা দেওয়া হয়। ৮৮৮ টাকায় 30Mbps এর সুবিধা দেওয়া হয়। মোট ৩৩০০ GB-র সুবিধা পাবেন ব্যবহারকারী।