স্টোরেজ ড্রাইভে এবার সহজেই করা যাবে ভিডিয়ো প্লে-ব্যাক। ব্যবহারকারীদের সুবিধার জন্য আপডেট করতে চলেছে গুগল প্ল্যাটফর্ম।
ওয়ার্ক স্পেসের জন্য বর্তমানে গুগল ড্রাইভ ভিডিয়ো আপলোড ও ব্যবহার তেমন সুবিধাজনত নয়। ভিডিয়ো প্লে-ব্যাক করা যেত না গুগল ড্রাইভে। জানা গিয়েছে, গুগল ড্রাইভ দুটি নতুন ফিচার আনছে। গুগল ড্রাইভ আনছে নতুন ফিচার DASH। যার অর্থ ডায়নামিক অ্য়াডমটিভ স্ট্রিমিং ওভার HTTP। যার মাধ্যমে ড্রাইভে ভিডিয়ো উঠবে ও প্লে-ব্যাক হবে। লোকাল নেটওয়ার্ক অনুযায়ী, ভিডিয়োটি প্লে-ব্যাক হবে।
আরও পড়ুন: কলকাতা থেকে রেলপথে সিকিম, তিব্বত, ২০২৫-এর মধ্যেই হতে পারে স্বপ্নপূরণ
শুধু তাই নয়, গুগল ড্রাইভে এবার জয়েন টাইমস বলেও একটি ফিচার আসছে। এই ফিচার্সে দেখা যাবে, ভিডিয়োটি কখন তোলা হয়েছিল।