জিও ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার ৭৭-তম স্বাধীনতা দিবস উপলক্ষে আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে হাজির জিও। শুধু আনলিমিটেড কল বা ইন্টারনেট নয়, মিলবে আরও একগুচ্ছ সুবিধা। সংস্থার তরফে আনা হয়েছে এক বছরের বিশেষ প্ল্যান। যার মূল্য ২,৯৯৯ টাকা। এতে পাওয়া যাবে প্রতিদিন ২.৫ জিবি ফাইভ-জি ডেটা। পাওয়া যাবে অতিরিক্ত আরও ৫ জিবি ডেটা। এখানেই শেষ নয়। বিশেষ এই প্ল্যান রিজার্চ করলে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে সুইগিতে। শুধু তাই নয়, এর সঙ্গেই ছাড় মিলবে এমনকি বিমানের টিকিটেও!
জানা গিয়েছে, এই প্ল্যান রিচার্জ করলে সুইগিতে ২৪৯ টাকা বা তার বেশি টাকার অর্ডারে পাবেন ১০০ টাকা ছাড়। বিমানের টিকিট বুকিংয়ে পাবেন ১৫০০ টাকা পর্যন্ত ছাড়। Ajio অ্যাপে ৯৯৯ টাকার উপরে কেনাকাটায় পাওয়া যাবে ২০০ টাকা ছাড়। এমনকী রিলায়েন্স ডিজিটাল থেকে কেনাকাটা করলেও নির্দিষ্ট কিছু জিনিসে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।