পাসপোর্ট রিনিউ করতে হবে। অথচ সময়ের জন্য দৌড়াদৌড়ি করে পাসপোর্ট রিনিউ করতে পারছেন না? তাহলে আজ দেখে নিন অনলাইনে পাসপোর্ট রিনিউ করার সহজ উপায়।
জেনে নেওয়া যাক কী কী লাগবে?
বৈধ পাসপোর্ট, পাসপোর্টের শেষ পাতা, ইসিআর বা নন ইসিয়ার পাতার জেরক্স, ঠিকানার প্রমাণ, বৈধতা এক্সটেনশন পেজের ফটোকপি।
কী ভাবে করবেন?
পাসপোর্ট সেবা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নিন। এরপর নির্দিষ্ট আইডি দিয়ে লগইন করে Re-issue of Passport-এ ক্লিক করুন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে পেমেন্ট করার পাতায় সময়সূচী নির্ধারণ করুন ঠিক কবে পাসপোর্ট ভেরিফিকেশন চান। এরপর পেমেন্ট দিয়ে ফর্ম জমা দিন। এরপর অ্যাপ্লিকেশন প্রিন্ট করে প্রয়োজনীয় ডকুমেন্ট-সহ নির্ধারিত তারিখে পাসপোর্ট অফিসে জমা করুন।
আরও পড়ুন - বুক পকেটেই এঁটে যাবে ডিজিটাল ক্যামেরা, FUJIFILM বাজারে আনল INSTAX Pal