আরও চমক দিতে চলেছে ওপেনএআই। এবার সামনে এল এক আশ্চর্য মডেল। যার নাম সোরা। যে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী নিজে থেকেই আপনাকে ভিডিয়ো বানিয়ে দেবে। অর্থাৎ এটি একটি টেক্সট ভিডিয়ো টুল। তবে, আপাতত এই টুলটি গবেষণার পর্যায় রয়েছে।
ঠিক কী করবে সোরা?
সংস্থার দাবি অনুযায়ী, আপনি যে ভিডিয়ো বানাতে চান সেটি টেক্সট হিসেবে লিখে দিলেই আপনার প্রয়োজনীয় ভিডিয়ো বানিয়ে দেবে সোরা। অর্থাৎ আপনি স্ক্রিপ্ট দিলে গোটা সিনেমাও বানিয়ে দেবে এই এআই টেক্সট টুল।
আরও পড়ুন - রাউটারের সঙ্গে বারবার ডিসকানেক্ট হচ্ছে ল্যাপটপ, স্মার্টফোন? সমাধানের উপায় কী?
কোম্পানির চিফ এক্সিকিউটিভ, স্যাম অল্টম্যান সোশ্যাল মিডিয়ায় সোরা নিয়ে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, 'আমরা আপনাকে দেখাতে চাই সোরা ঠিক কী কী করতে পারে। আপনি যে ভিডিয়োগুলি বানাতে চান সেগুলি কমেন্ট করুন। আমরা ভিডিয়ো তৈরি করা শুরু করব।”