টিভির থেকেও এখন সবথেকে বেশি জনপ্রিয় বিভিন্ন OTT প্ল্যাটফর্ম। তার মধ্যে অ্যামাজন প্রাইম এবং নেটফ্লিক্স দেখার চাহিদা সবথেকে বেশি। কিন্তু এই দুটি OTT প্ল্যাটফর্মের সাবক্রিপশন ফি অনেকটাই বেশি। সেকারণে সাধ থাকলেও অনেকেরই সাধ্যে কুলোয় না। কিন্তু সেই সমস্যা মেটাবে জিও। Jio -র বিশেষ রিচার্জ প্ল্যানের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচায় নেটফ্লিক্স এবং অ্য়ামাজন প্রাইম ব্যবহার করতে পারবেন।
Jio-র একাধিক পোস্টপেইড প্ল্যান রয়েছে। তারমধ্যে ৬৯৯ এবং ১৪৯৯ টাকার প্ল্যানগুলিতে বিনামূল্যে নেটফ্লিক্স এবং অ্য়ামাজন প্রাইম দেখার সুবিধা পাওয়া যাবে। এর পাশাপাশি প্ল্যানগুলির সঙ্গে ডেটা, ভয়েস কলিং এবং ফ্রি SMS এর সুবিধাও থাকছে।
Jio-র ৩৯৯টাকার প্ল্যান
এই প্ল্যানে ৭৫ GB ডেটা পাবেন গ্রাহকরা। এর সঙ্গে আনলিমিটেড কলিং, SMS এর সুবিধা রয়েছে। আগে এই প্ল্যানে অ্য়ামাজন প্রাইমের সুবিধা ছিল।
৬৯৯ টাকার প্ল্যান
এই প্ল্যানে ১০০GB ডেটা ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এ ছাড়াও ভয়েস কলিং এবং SMS এর সুবিধা থাকবে।
১৪৯৯টাকার প্ল্যান
এই প্ল্যানে অন্য সুবিধাগুলির সঙ্গে ২০০ GB ডেটার সুবিধা থাকবে।