বাড়ি, অফিস বা অন্য কোনও সংস্থার জন্য রাউটার কিনবেন? কিন্তু কোন রাউটার কেনা সঠিক সিদ্ধান্ত হবে? কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন রাউটারের ফ্রিকোয়েন্সি বেশি হবে এবং স্পিড বেশি হবে? অথবা অন্য ফেসিলিটি কোন রাউটারে তুলনামূলক বেশি? চিন্তার কোনও কারণ নেই। এই ভিডিয়োতে জানতে পারবেন কোন রাউটার আপনার জন্য বেস্ট হবে?
কোন ধরনের রাউটার কিনবেন?
বাজারে রাউটার কিনতে গেলে বিভিন্ন ধরনের রাউটার দেখায় দোকানদাররা। কিন্তু কোন রাউটার আপনার জন্য বেস্ট হবে? বাজারে মূলত ৩ ধরনের রাউটার রয়েছে।
সিঙ্গেল ব্যান্ড রাউটার কী?
গুটি কয়েক ব্যবহারকারীদের জন্য এই রাউটারটি বেস্ট। এর ফ্রিকোয়েন্সি 2.4 গিগাহার্জ। এবং ডেটা রেট 11MBPS।
ডুয়েল ব্যান্ড রাউটার
মোটামুটি ১২ থেকে ১৫ জন ব্যবহারকারী এই রাউটার ব্যবহার করে ইন্টারনেট সার্ফ করতে পারেন। এই রাউটারের ফ্রিকোয়েন্সি 5 গিগা হার্জ। ডেটা রেট ৬০০ MBPS। সুতরাং সিঙ্গেল ব্যান্ডের তুলনায় ডুয়াল ব্যান্ডের স্পিড অনেকটাই বেশি।
WiFi 6 বা মাল্টিব্যান্ড রাউটার-
এটা হল লেটেস্ট ব্যান্ডের রাউটার। একসঙ্গে ৩০ জনেরও বেশি ব্যবহারকারী এই রাউটার ব্যবহার করে নেট সার্ফ করতে পারবেন। এর ফ্রিকোয়েন্সি 2.4গিগাহার্জ এবং 5 গিগাহার্জ। এই রাউটারের ডেটা স্পিড 10GBPS। অর্থাৎ বাকি দুটি রাউটারের তুলনায় এই রাউটারটি আরও ক্ষমতাসম্পন্ন।
কোন রাউটারটি কেনা উচিত হবে?
রাউটার ব্যবহার করার অর্থই হল একসঙ্গে একাধিক ডিভাইসের কানেক্টিভিটি। ওয়ার বা ওয়ারলেস উপায়ে দুই বা ততোধিক ডিভাইস ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করা যায়। এখন প্রশ্ন হল কোন রাউটার আপনার জন্য বেস্ট?
রাউটার কেনার আগে মাথায় রাখতে হবে, কটি ডিভাইসের জন্য আপনি রাউটারটি ব্যবহার করবেন। ধরে নেওয়া যাক কোনও ব্যবহারকারী একটি স্মার্টফোন এবং একটি ল্যাপটপ বা ডেস্কটপের জন্য রাউটার কিনতে চাইছেন। তাহলে সিঙ্গেল ব্যান্ড রাউটার কিনতে পারেন আপনি। বাড়ির জন্য এই রাউটারটি বেস্ট।
অন্যদিকে ধরে নেওয়া যাক কোনও ছোটো অফিস বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য রাউটার কিনতে চাইছেন। সেক্ষেত্রে হয়তো সর্বাধিক ১০-১২ জন রাউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন। ফলে ডুয়েল ব্যান্ড রাউটার কেনা সঠিক সিদ্ধান্ত।
অবশেষে থাকে WiFi 6। বড় কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখানে অন্তত একসঙ্গে ৩০ জন রাউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
বেশি অ্য়ান্টেনা দেখে রাউটার কেনা উচিত?
অনেকে রাউটার কেনার সময় বেশি অ্য়ান্টেনা দেখে কেনেন। কারণ একটি ঘরে রেখে বাড়ির বাকি অংশ থেকেও ইন্টারনেট ব্যবহার করতে চান। কিন্তু এই ধারণা নিয়ে রাউটার কেনা সঠিক সিদ্ধান্ত নয়। কারণ রাউটার বাড়ি বা অফিসের একদম মধ্যবর্তী স্থানে বসানো উচিত। কারণ প্রতিটি রাউটার সবদিকে সমানভাবে ডেটা ট্রান্সফার করে। ফলে ঘরের একটি কোনায় না রেখে রাউটার কোনও স্থানের মধ্যবর্তী স্থানে রাখলেই ভালো কানেক্টিভিটি পাওয়া সম্ভব।
তবে ডুয়াল ব্যান্ড রাউটার থাকলে ব্যান্ডউইথ বেশি পাওয়া যায় এবং একসঙ্গে একাধিক ডিভাইস কানেক্ট থাকলেও কোনও সমস্যা হয় না।
তাহলে কভারেজ এরিয়া বেশি করতে হলে কী প্রয়োজন?
রাউটারের কভারেজ এরিয়া নির্ভর করে অ্য়ান্টেনার DBI বা Gain-এর উপর। বেশি এরিয়া কভারেজের জন্য ৭, ১০,১১, ১৫ DBI যুক্ত অ্য়ান্টেনা ব্যবহার করা উচিত।
সুতরাং রাউটার কেনার ক্ষেত্রে এই কয়েকটি বিষয় মাথায় রেখে তবেই রাউটার কেনা উচিত।