আপনার কি বাজেট কম? অথবা শুধুমাত্র অফিসের কাজের জন্য কম দামি ফোন কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ Samsung লঞ্চ করতে চলেছে তিনটি কম বাজেটের স্মার্টফোন। ইতিমধ্যে সার্টিফিকেশন ওয়েবসাইটে তিনটি মডেলই দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে Galaxy A, Galaxy M এবং Galaxy F সিরিজের স্মার্টফোন।
কী কী স্পেশিফিকেশন থাকছে?
কম বাজেটের স্মার্টফোনগুলিতে রয়েছে এক্সিনোস ১৩৮০ চিপসেট (Exynos 1380)। ফলে হাইএন্ডের কাজ করতে সমস্যা হতে পারে। এছাড়াও থাকছে ৬.৬ ইঞ্চি ফুল HD প্লাস ডিসপ্লে, ৫০০০ mAh ব্যাটারি এবং ৮ GB RAM। মডেলগুলির দাম ১০ হাজার টাকার কম হতে পারে।
যে তিনটি মডেল লিস্টিং করা হয়েচে সেগুলি হল Galaxy A35, Galaxy A55 এবং Galaxy M14 বা Galaxy F14। এগুলি লিস্টিং মডেল নেম, পরবর্তীতে এই নামের সামান্য পরিবর্তন করা হতে পারে।