ভয়ঙ্কর বিপদ হতে পারে Whatsapp Web-এ। কারণ সেখানেই লুকিয়ে থাকছে প্রতারকরা। একটু ভুল করলেই আপনার ফোনের নিয়ন্ত্রণ চলে যেতে পারে প্রতারকদের হাতে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভুয়ো হোয়াটসঅ্য়াপ লিঙ্ক তৈরি করে প্রতারণা করছে স্ক্যামাররা।
বিশেষজ্ঞদের বক্তব্য, হোয়াটসঅ্য়াপ ওয়েবের একটি ফিসিং ওয়েবসাইট তৈরি করছে প্রতারকরা। সার্চ ইঞ্জিনের মাধ্যমে সেগুলি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরপর ওই লিঙ্কগুলিতে ক্লিক করলেই ব্যবহারকারীরা ফিসিং ওয়েবসাইটে প্রবেশ করে যাচ্ছে। তারপরেই শুরু হয় তথ্য চুরি।
ফোনের যাবতীয় তথ্য হাতিয়ে নেওয়ার পর ব্ল্যাক মেল করা শুরু করে প্রতারকরা। গোপন তথ্য ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতে শুরু করে তারা।
এর থেকে বাঁচতে একাধিক পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, ভালো করে লিঙ্ক দেখে তবেই সেখানে ক্লিক করা উচিত। প্রয়োজনে আসল সাইট বুকমার্ক করে রাখতে পারেন ব্যবহারকারীরা।