চোখের মণির সংকোচন এবং প্রসারণ নিয়ে চলতি ভাবনাকে সম্পূর্ণ খণ্ডন করলেন সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের ক্লিনিক্যাল নিউরোসায়েন্স বিভাগের বিজ্ঞানীরা। সাধারণত মনে করা হয়, আমরা যখন শ্বাস গ্রহণ করি, তখন ক্রমশ চোখের মণিটি প্রসারিত হয়। যখন নিঃশ্বাস ছাড়ি, তখন সেটি সঙ্কুচিত হয়ে আসে। কিন্তু গবেষণা বলছে, এই ধারণা একেবারেই সঠিক নয়।
সুইডেনের এই প্রতিষ্ঠান থেকেই শারীরবিদ্যা ও চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। সেখানকার বিজ্ঞানীরা চোখের মণির কমা বাড়া নিয়ে বিস্তারিত গবেষণা করেছেন৷ গবেষণায় অংশগ্রহণকারীদের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন অবস্থায় শ্বাস প্রশ্বাস নেওয়াকালীন দেখা হয়েছে, চোখের মণির আয়তনে কী প্রভাব পড়ছে। কখনও বিশ্রামরত অবস্থায়, কখনও কোনও কাজে ব্যস্ত রেখে দেখা হয়েছে, চোখের মণিতে কী পরিবর্তন ঘটছে।
বিজ্ঞানীরা দেখেছেন, চোখের মণি সংক্রান্ত চলতি ধারণা একেবারেই ভুল। শ্বাস গ্রহণের একেবারে শুরুতে মণির আয়তন সবচেয়ে ছোট থাকে। শ্বাস ছাড়ার একদম সর্বোচ্চ মুহূর্তে সবচেয়ে বড় থাকে। একে তাঁরা নাম দিয়েছেন, 'পিউপিলারি ফেজ এফেক্ট'। এই নিয়ে আরও বিস্তর গবেষণার দাবি উঠছে৷