সামনেই উৎসবের মরশুম। তার আগে একাধিক অনলাইন শপিং (Online Shopping) সাইটে সেল দেওয়া হয়। ফলে এই সময়ে অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায়। কিন্তু অনলাইন শপিংয়ের লিঙ্কেই পাতা থাকতে পারে প্রতারণার ফাঁদ। এক ক্লিকেই খালি হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাই অনলাইনে শপিং করে পেমেন্ট (Online Payment) করার আগে মাথায় রাখুন এই টিপসগুলি।
১. অত্যাধিক ছাড়ের আশায় অচেনা কোনও সাইট থেকে অর্ডার না করাই ভাল।
২. অচেনা ওয়েবসাইট থেকে অর্ডার করতেই হলে সাইটটি সম্পর্কে বিশদে জানুন, রিভিউ পড়ুন। প্রয়োজনে ক্যাশ অন ডেলিভারিতে জিনিস অর্ডার করুন।
৩. পেমেন্টের আগে যদি অযাচিত কোনও লিঙ্ক স্ক্রিনে ভেসে ওঠে ক্লিক না করাই ভাল।
৪. অ্যামাজন, ফ্লিপকার্ট বা এই ধরনের জনপ্রিয় সাইটগুলি নিজেদের জিনিস অন্য সাইটে বিক্রি করে না। ফলে তাদের অফিসিয়াল সাইট থেকেই অর্ডার করুন।
আরও পড়ুন - শুধু ঝুমকায় কিন্তু চলবে না, এই পুজোয় আপনার গয়নার বাক্সে অবশ্যই রাখুন এই ৫ রকম দুল
৫. ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে কোম্পানির নম্বর থেকে আসা ওটিপি ছাড়া অন্য কোনও নম্বর থেকে আসা ওটিপি শেয়ার করবেন না।