অফিসের অন্যতম কমিউনিকেশন টুলস স্ল্যাক। সেই স্ল্যাকেই এবার নতুন আপডেট আসছে। এবার স্ল্যাকে আসছে GIF। এবার অফিসের টিমমেটরা এবার GIF দিয়ে কমিউনিকেট করে নিতে পারবে। নতুন আপডেটে GIF খোঁজার অপশনও থাকবে স্ল্যাকে।
আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে একথা জানিয়েছে স্ল্যাক। এক্স প্ল্যাটফর্মে স্ল্যাকের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী GIF ব্যবহার করতে পারবেন ব্য়বহারকারীরা। জানানো হয়েছে, মেসেজ করার সময় GIF ব্যবহার করা যাবে।
স্ল্যাকে GIF-এর নতুন ট্যাব থাকবে। সেই ট্যাবের মাধ্যমে ইমোজি শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।