গত ছ' মাসে গোটা বিশ্বে যে প্রযুক্তি নিয়ে সবচেয়ে বেশি চর্চা, তা হল, চ্যাটজিপিটি (chatGPT)। ওপেন এআই-এর এই কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) ক্রমেই স্মার্ট হয়ে উঠছে। এবার ভাষার দক্ষতা এমন কী লেখনীতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ছাপিয়ে গেল চ্যাটজিপিটি।
প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, শুধু তথ্যের ওপর নির্ভর করে না, এমন সমস্ত জায়গায় মানুষের চেয়ে বেশি দক্ষ হতে পারবে না কৃত্রিম বুদ্ধিমত্তা, সেই প্রাথমিক ধারণা ক্রমশ ভুল প্রমাণিত হচ্ছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নানা বিভাগের নানারকমের পড়ুয়াদের লেখা রচনার সঙ্গে চ্যাটজিপিটির লেখাকে তুলনা করা হয়েছে। বিচারকদের জানানো হয়নি, কোন লেখা রক্ত মাংসের মানুষের, কোন লেখা এআই-এর। কিন্তু বারবারই দেখা গিয়েছে চ্যাটজিপিটির লেখা উৎকৃষ্টতায় ছাপিয়ে যাচ্ছে মানুষকে।
Artificial Intelligence : সঙ্গী আপনাকে ঠকাচ্ছে কিংবা অন্যের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে ? বলে দেবে এআই !
এআই-এর ক্ষেত্রে আরও একটা বৈশিষ্ট্য, তার ধারাবাহিকতা, কোনও ক্লান্তি ছাড়া, নিরপেক্ষ ভাবে একইরকম দক্ষতার সাথে ক্রমাগত কন্টেন্ট উৎপাদন করতে সক্ষম, যা কোনও মানুষের ক্ষমতার বাইরে।