সকাল থেকেই চাঁদিফাটা রোদ। এই পরিস্থিতিতে বাড়ি কিংবা অফিসে এসি ভরসা। কিন্তু বাড়ি থেকে অফিস যাওয়ার পথে প্রচণ্ড গরমে কার্যত নাজেহাল সকলে। এই আবহাওয়ায় একটি বিশেষ ফ্যানের হদিশ রইল।
এটিকে বলা হয় মিনি পোর্টেবল ফ্যান। যেটি দেখতে হেডফোনের মত। কিন্তু কাজ হেডফোনের নয়। এটি কাজ করবে ফ্যানের মতো। এটিকে বলা হয় নেকব্যান্ড পোর্টেবেল ফ্যান। মূলত ব্যাটরিতে চলে এই ফ্যান।
আরও পড়ুন - ব্যবহার করা যাবে AI, করা যাবে টাইম ট্রাভেল, গুগল ম্যাপের এই নয়া ফিচার্সগুলি জেনে নিন
চার্জ করে নিয়ে ওই নেকব্যান্ড গলায় ঝুলিয়ে নিন। সূর্যের তাপ থেকে বাঁচতে এতে থাকা সুইচ টিপলেই চালু হয়ে যাবে ফ্যান। অনলাইন ই-কমার্স সাইটগুলিতে দেড় থেকে দুই হাজার টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে।