এক নয়, দু দু'বার পৃথিবীর আরও কাছাকাছি আসবে চাঁদ। আরও বড়, আরও উজ্জ্বল দেখাবে (Supermoon) চাঁদকে। স্বাভাবিকের তুলনায় প্রায় ১৬ শতাংশ বড়। সুপার হয়ে উঠবে ‘মুন’ (Supermoon)।
Chandrayaan 3: পরবর্তী স্টেশন চাঁদ! এখনও পর্যন্ত মসৃণ যাত্রা চন্দ্রযান ৩-এর
একই মাসে জোড়া পূর্ণিমা, আর দুই পূর্ণিমাতেই সুপারমুন দেখা যাবে।সচরাচর এমন সন্ধিক্ষণ আসেন না। ২০১৮ সালের পরে ২০২৩-এ ফের এমন বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। মাসের প্রথম সুপারমুন দেখা যাবে আজ মঙ্গলবার। পরেরটি দেখা যাবে ৩০ তারিখ।২০২৩ সালের পর এই দৃশ্য আবার দেখা যাবে ২০৩৭ সালে।
সুপারমুন (Supermoon) কেন হয়?
চাঁদ পৃথিবীর চারপাশে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। ফলে পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে চাঁদ কখনও পৃথিবীর কাছে চলে আসে আবার কখনও দূরে চলে যায়। পৃথিবীকে এক বার পাক খেতে তার গড়ে সময় লাগে সাড়ে সাতাশ দিন। এই সাড়ে সাতাশ দিনের মধ্যে চাঁদ এক বার পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে এবং এক বার সবচেয়ে দূরে চলে যায়। সবচেয়ে কাছে আসার সময়টিকে জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় বলে, ‘পেরিজি’। সেস সময় চাঁদকে লাগে অনেক বড় এবং উজ্জ্বল। এই ঘটনাই হল সুপারমুন।