প্রত্যেকের কাছেই এখন সঙ্গে থাকা স্মার্টফোনটি অতি গুরুত্বপূর্ণ। ফোন করা থেকে শুরু করে অনলাইনে একাধিক কাজকর্ম সেরে ফেলার জন্য আদর্শ। কিন্তু যত দিন যায় ততই স্মার্টফোন পুরনো হতে থাকে। স্ক্রিনে সহ ব্যাক সাইডে ময়লা জমতে থাকে। সঠিক ভাবে পরিষ্কার রাখলে দীর্ঘদিন পর্যন্ত নতুনের মতোই থাকবে আপনার সাধের স্মার্টফোনটি।
ফোন পরিষ্কার করার সময় কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, কী ভাবে পরিষ্কার করবেন এবং কী ব্যবহার করে পরিষ্কার করবেন। সবথেকে গুরুত্বপূর্ণ এই দুটো বিষয়ে না খেয়াল রাখলে বড় বিপদে পড়তে হতে পারে। এছাড়াও ফোনের স্পিকার পরিষ্কার করার সময় অতি সতর্ক থাকতে হবে। কারণ একটু ভুল হলেই নষ্ট হতে পারে ফোনের স্পিকার।
জেনে নিন ফোন পরিষ্কার করার সময় কী কী মাথায় রাখবেন-
প্রথমত, কোনও খসখসে কাপড় দিয়ে ফোনের স্ক্রিন এবং ব্যাক সাইড পরিষ্কার করবেন না। কারণ সেক্ষেত্রে স্ক্র্যাচ তৈররি হতে পারে।
দ্বিতীয়ত, কোনও মাইক্রোফাইবার ক্লথ ব্যবহার করতে পারেন। সামান্য জল দিয়ে মাইক্রোফাইবার ক্লথের একটি অংশ ভিজিয়ে নিন। এবং সেই অংশ দিয়ে পরিষ্কার করুন।
তৃতীয়ত ভুল করেও ফোনে সরাসরি জল বা স্পিরিট বা অন্য কোনও লিকুয়িড দেবেন না। এতে ফোনের মধ্যে থাকা সার্কিটে সমস্যা তৈরি হতে পারে।
চতুর্থত কোনও ছুঁচ বা ছুঁচলো কোনও সামগ্রী দিয়ে ফোনের স্পিকার পরিষ্কার করবেন না। কোনও কারণে স্পিকারে ছিদ্র তৈরি হতে পারে।
পঞ্চমত ফোনের ক্যামেরা পরিষ্কার রাখতে সবসময় তুলো ব্যবহার করুন। অথবা মাইক্রোফাইবার ক্লথ ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন যত কম সম্ভব ক্যামেরার লেন্সে হাত দেওয়ার।