ঝড়-বৃষ্টি হলেই বিদ্যুৎ চমকায়। আর বজ্রবিদ্যুতের কারণে বাড়ির বিভিন্ন বৈদ্যুতিন জিনিসপত্র খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আজ রইল এই সব বৈদ্যুতিন গ্যাজেট রক্ষা করার সহজ উপায়।
১. বাজ পড়লে তবেই সুইচ অফ করবেন এমন না। বরং বৃষ্টি এলেই বৈদ্যুতিন সরঞ্জামের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দিন।
২. আর্থিং করা থাকলেও আপনার বাড়ির টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন অক্ষত থাকবে এই ধারণা ভুল। বরং আর্থিং করা থাকলেও সব ইলেকট্রনিক্স ডিভাইস অফ করে দিন।
৩. শুধু টিভি, ফ্রিজ নয়। বজ্রপাতের সময় ওয়াইফাইও বন্ধ করে রাখুন। না হলে রাউটার খারাপ হয়ে যায়।
আরও পড়ুন - বয়স সূর্যের ১০০ গুণ, আয়তনে পৃথিবীর সমান! নয়া গ্রহের খোঁজ পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা
৪. বাজ পড়লে ল্যাপটপ চালাবেন না। যদি একান্তই ল্যাপটপ ব্যবহার করতে হয় সেক্ষেত্রে ব্যাটারিতে চালাতে পারেন।
৫. বাজ পড়ার সময় মোবাইলে চার্জ দেবেন না। চার্জ না থাকলেও ঝুঁকি নেওয়া উচিত না।