অ্য়ান্ডরয়েড হোক বা iOS, প্রতিটি ফোনেই নির্দিষ্ট সময় অন্তর সফটওয়ার আপডেট বা সিস্টেম আপডেটের নোটিফিকেশন আসে। কিছু ক্ষেত্রে অটো আপডেট হলেও বেশিরভাগ সময়ই ব্যবহারকারীকে আপডেট করতে হয়।
অনেকের মনে প্রশ্ন আসতেই পারে কেন বারবার সফ্টওয়ার আপডেটের নোটিফিকেশন আসে। আর কেনই বা দরকার? সফ্টওয়ার আপডেটের মাধ্যমে মূলত বাগফিক্স সহ একাধিক সিকিউরিটি ফিচার্স অ্য়ড হয়। সেকারণে নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি ফোনের সফ্টওয়ার আপডেট করা জরুরি।
এবার জেনে নিন সফটওয়ার আপডেট কেন জরুরি?
বাগ ফিক্স- মনে রাখতে হবে কোনও সিস্টেমই পুরোপুরি ত্রুটিমুক্ত নয়। সেকারণে সিস্টেম আপডেটের মাধ্যমে ফোনের মধ্যে থাকা ত্রুটি বা বাগ সমাধান করা সম্ভব। কারণ ওই ত্রুটিগুলো দীর্ঘদিন ধরে থাকলে ফোনে সমস্যা তৈরি হতে পারে।
সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য- ফোনের মধ্যে একটি নয়, বরং একাধিক সফ্টওয়ার এবং অ্য়াপ থাকে। যেগুলি অনেক সময় সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলতে পারে না। সেকারণে সফ্টওয়ার আপডেটের মাধ্যমে সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রাখা সম্ভব।
Read More- দ্রুত ফুরিয়ে যাচ্ছে মোবাইল ডেটা? মাথায় রাখুন ৪টি সহজ টিপস
সিকিউরিটি প্য়াচ- ফোনে বিভিন্ন সময় নিরাপত্তা জনিত সমস্যা দেখা দেয়। যার ফলে ফোনের মধ্যে থাকা তথ্য চুরি হতে পারে। সফটওয়ার আপডেটের মাধ্যমে তথ্য চুরি আটকানো সম্ভব।