যিনি রাঁধেন, তিনি রকেটও ওড়ান। গত ২৩ অগাস্ট চাঁদের মাটিতে চন্দ্রয়ানের সফল অভিযানের পরেই ইসরোর তরফ পরিচয় করানো হয়েছিল নারী শক্তিকে। আজ, শনিবার ভারতের প্রথম সৌর অভিযানেও হাত রইল এক নারীর। তিনি নিগার সাজি।
তামিলনাড়ুর তেনকাশির বাসিন্দা নিগার। ইসরো কাজ করতে এসেছিল সেই ১৯৮৭ সালে। এদিন সকালে যখন সূর্যের দিকে উড়ে গেল আদিত্য, তখন সবাই আপ্লুত। নিগার জানিয়েছেন, এতদিনে তাঁর স্বপ্ন সফল হল।
আরও পড়ুন : আদিত্য এল ১ -এর উৎক্ষেপণ সফল, সূর্যের উদ্দেশে পাড়ি দিল ইসরোর এই রকেট
এরআগে ইসরোর বিভিন্ন প্রজেক্টে অ্যাসোসিয়েট প্রজেক্ট ডিরেক্টর হিসাবে কাজ করেছেন সাজি। মাদুরাইয়ের কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্সে বিই। তারপর রাঁচির বিআইটি থেকে ইলেকট্রনিক্স মাস্টর্স। এই মুহূর্তে বেঙ্গালুরুতে ইসরোর স্যাটেলাইট টেলিমেস্টরি সেন্টারের প্রধান হিসাবে কাজ করছেন।