বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। যার প্রভাবে ক্ষতিক্ষতির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে ঝড়ের সময় অবশ্যই কয়েকটি ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে রাখা জরুরি। জেনে কোন কোন ডিভাইস সঙ্গে রাখবেন-
মোবাইল ফোন- নিজের কাছে একটি মোবাইল ফোন রেখে দেওয়া জরুরি। কারণ ঝড়ের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে খবর আদান-প্রদানের ক্ষেত্রে সুবিধা হবে।
পাওয়ার ব্যাঙ্ক- প্রবল ঝড়ে যোগাযোগ স্থাপনের জন্য মোবাইল ফোন ভরসা। এই পরিস্থিতিতে ফোনে চার্জ না থাকলে বিপদে পড়তে হতে পারে। সেকারণে ঝড়ের সময় সর্বদা পাওয়ার ব্যাঙ্ক রেখে দিন। ফোনে চার্জ শেষ হলে কাজে আসবে সঙ্গে থাকা ওই ডিভাইস।
ট্রানজিস্টার- ঝড়ের পূর্বাভাস পাওয়ার জন্য ট্রানজিসটার রাখা প্রয়োজন। কারণ বিদ্যুৎ না থাকলে টিভি চালানো সম্ভব হবে না। কিন্তু কয়েকটি ব্যাটারির মাধ্যমে ট্রানজিস্টার চালানো সম্ভব। সেখান থেকে ঝড়ের অবস্থান সম্পর্কে খবর পাওয়া সম্ভব।
টর্চ লাইট- প্রবল ঝড়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না থাকারই সম্ভাবনা বেশি। কারণ বিচ্ছিন্ন হতে পারে বৈদ্যুতিক তার। সেকারণে সাময়িক আলোর প্রয়োজন মেটাতে টর্চ সঙ্গে রাখা যেতে পারে।