বিশ্বকাপের ম্যাচ দেখা যাচ্ছে Disney+ Hotstar-এ। কিন্তু খেলা দেখা শুরু করতে না করতেই শেষ হয়ে যাচ্ছে ডেটা। ফলে পুরো খেলা দেখা তো সম্ভব হচ্ছেই না। উপরন্তু অতিরিক্ত রিচার্জও করতে হচ্ছে। এই সমস্যায় জেরবার অনেকেই। তাই আজ দেখে নেওয়া যাক কয়েকটা টিপস। যে ভাবে অল্প ডেটাতেই দেখতে পারবেন বিশ্বকাপের ম্যাচ (World Cup 2023)।
১. প্রথমেই ফোনের অটো-আপডেট অ্যাপস অপশনটি বন্ধ করে নিতে হবে। ফলে কিছুটা হলেও বেঁচে যাবে।
২. ডেটা ব্যবহারের আগে Data saver- অপশনটি চালু করে নিন। এর ফলে অল্প ডেটা ব্যবহারেই গোটা ম্যাচ দেখা যাবে।
৩. এইচডি কোয়ালিটি নয় বরং কম রেজিলিউশনে ম্যাচ দেখলে কিছুটা হলেও ইন্টারনেট বাঁচানো যাবে।
আরও পড়ুন - প্রিয়জনের সঙ্গে গোপন চ্যাট জানতে পারবে না কেউ, নয়া ফিচার আনছে Whatsapp
৪.ফোনের অপশনে গিয়ে অটো সিঙ্ক বন্ধ করে রাখুন। এর ফলে মোবাইল ডেটা কিছুটা কম খরচ হবে।
৫. সিস্টেম আপডেট বন্ধ করে রাখুন। মোবাইল ডেটায় সিস্টেম আপডেট না হলে বেশ কিছুটা ইন্টারনেট বাঁচানো যাবে।