ংদূরে হোক বা কাছে, সফর করার জন্য বেস্ট অপশন ট্রেন। আরামের যাত্রা সঙ্গে খরচও কম, বিমানের ক্ষেত্রে যা প্রায় কয়েকগুন বেশি। সেকারণে ট্রেনে করে ভ্রমণ করতেই পছন্দ অনেকের।
ট্রেনে যাত্রা করলেও টিকিটের সমস্যায় পড়তে হয় অনেককেই। সঠিক সময়ে টিকিট না কাটলে সিট পেতে বেশ বেগ পেতে হয়। অবশ্য তৎকাল অপশনের মাধ্যমে অনেকের সেই সমস্যার কিছুটা সমাধান হয়।
অনলাইনে তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে রয়েছে IRCTC-র অ্য়াপ। কিন্তু অন্য আরও একটি অতি পরিচিত অ্য়াপ রয়েছে। যার মাধ্যমেও আপনি অনলাইনে টিকিট বুকিং করতে পারবেন। তা হল Paytm।
বর্তমানে তৎকাল টিকিট বুকিংয়ের সুবিধা দিচ্ছে এই জনপ্রিয় অ্য়াপটি। তবে তার জন্য Paytm অ্য়াপটি অবশ্যই ফোনে ইনস্টল করে রাখতে হবে। UPI বা Paytm ওয়ালেটের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করলে যদি তা ওয়েটিং হয় তাহলে কিন্তু সেই টিকিট নিয়ে ট্রেনে উঠতে পারবেন না। একমাত্র কাউন্টার থেকে কাটা ওয়েটিং টিকিটেও ট্রেনে ওঠার সুবিধা দেওয়া হয়।
Read More- বিজয়া দশমীর দিন থেকে আপনার ফোনেও সম্পূর্ণভাবে বন্ধ হতে Whatsapp, এখন করণীয় কী?
এবার জেনে নিন কীভাবে Paytm অ্য়াপের মাধ্যমে কীভাবে টিকিট বুক করবেন?