বদলে যাচ্ছে চেনা নীল রঙের টুইটারের লোগো। সোমবার এই ঘোষণা করলেন স্বয়ং এলন মাস্ক। শুধু লোগো নয়, বদলে যাচ্ছে URL ও। টুইটার সদর দফতরে আলোয় ফুটে উঠল নতুন লোগো। সেই ছবিও নিজের হ্যান্ডেলে প্রকাশ করলেন টেসলা প্রধান। এমনকি নিজের প্রোফাইলের ছবিও বদলে ফেলেছেন তিনি। নতুন লোগোটি ইংরেজি হরফের X- অক্ষরের মতো।
শুধু লোগো নয় আগামীদিনে আরও বেশ কিছু পরিবর্তন করা হতে পারে টুইটারে। মাস্ক তাঁর নিজের টুইটারে জানিয়েছেন, খুব শীগ্রই টুইটার ব্রান্ডকে সম্পূর্ণভাবে বিদায় জানানো হবে।
প্রায় ছ মাস হলো, টুইটারের মালিক হয়েছেন ইলন মাস্ক। তারমধ্যেই বারবার মাইক্রোব্লগিং সাইটে একাধিক পরিবর্তন নিয়ে এসেছেন তিনি। ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বী সংস্থা ফেসবুকের তরফেও টুইটারের মতো একটি প্ল্যাটফর্ম লঞ্চ করেছে। যার নাম দেওয়া হয়েছে থ্রেড।
গত ১৭ বছর ধরে টুইটারের অবিচ্ছেদ্য অঙ্গ নীল পাখি। এবার সেই নীল পাখিকেই উড়িয়ে দিতে চলেছেন এলন মাস্ক। গতবছরের অক্টোবর মাসে ৪৪ বিলিয়ন US ডলারের বিনিময়ে টুইটার অধিগ্রহণ করেন SpaceX প্রধান। তার পর থেকে একের পর এক পরিবর্তন এনেছেন।