যত দিন যাচ্ছে ততই UPI ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। কারণ সুবিধা অনেক। নগদ রাখার প্রয়োজন নেই, খুচরো না থাকলেও চিন্তা নেই। এবার UPI ব্যবহারকারীদের জন্য নয়া একটি সুবিধা চালু করতে চলেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া।
কী সুবিধা চালু হয়েছে?
এত দিন পর্যন্ত UPI ব্যবহার করতে হলে প্রয়োজন হত কোনও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কিন্তু এবার কারোর ব্যাঙ্ক অ্য়াকাউন্ট না থাকলেও UPI ব্যবহার করা সম্ভব। নতুন এই পেমেন্টের নাম দেওয়া হয়েছে UPI ডেলিগেটেড পেমেন্ট সিস্টেম।
কীভাবে এই পরিষেবার সুবিধা পাওয়া যাবে?
NPCI-এর তরফে জানানো হয়েছে, যদি পরিবার বা অন্য কোনও পরিচিতের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থাকে তাহলে সেই অ্য়াকাউন্ট অন্য কেউ UPI এর জন্য ব্যবহার করতে পারেন। অর্থাৎ একটি ব্যাঙ্ক অ্য়াকাউন্ট যদি অন্য কোনও UPI-তে অ্য়াক্টিভেট থাকে তারপরেও দ্বিতীয় কোনও ব্যক্তি অন্য UPI অ্য়াপে ওই অ্য়াকাউন্ট ব্যবহার করতে পারবেন।
তবে এই সুবিধা শুধুমাত্র সেভিংস অ্য়াকাউন্ট হোল্ডারদের জন্য। কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডাররা এই সুবিধা পাবেন না। তবে যে ব্যক্তির নামে মূল ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থাকবে সেই ব্যক্তি সম্পূর্ণভাবে UPI নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং দ্বিতীয় ব্যক্তিকে যতটুকু নিয়ন্ত্রণ দেওয়া হবে সেইমতো ব্যবহার করতে পারবেন।
কেন এই সুবিধা চালু করা হয়েছে?
NCPI এর তরফে এবিষয়ে কিছু না জানালেও, বিশেষজ্ঞরা জানিয়েছেন অনেকের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট না থাকায় UPI ব্যবহার করতে পারতেন না। সেই কারণেই একটি ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মাধ্যমে দুটি UPI ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে।