নতুন বছরে UPI পেমেন্টে একাধিক পরিবর্তন আসতে চলেছে। একবছর বা তার বেশি সময় ধরে নিস্ক্রিয় করে থাকা UPI আইডি ব্লক করে দেবে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন। যা VPA নামেও পরিচিত। একটি নির্দেশিকায় এই বিষয়ে জানানো হয়েছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই এটি কার্যকর করা হবে। এর পাশাপাশি UPI এর মাধ্যমে লেনদেনের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।
একই সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের তরফে নতুন ধরনের ATM খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়া এই ব্যবস্থায় ATM থেকে টাকা তোলার জন্য কোনও কার্ডের প্রয়োজন নেই। UPI QR কোড স্ক্যান করেই মিলবে টাকা।
এছাড়াও চলতি বছর থেকে ২০০০ টাকা বা তার অধিক অনলাইন লেনদেনে কর ধার্য করা হতে পারে। আগেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল। এবার ওই ব্যবস্থা চালু হতে চলেছে।