ফের একবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হলেন বহু ইউজার। ডেস্কটপ বা ল্যাপটপ থেকে তাঁদের 'এক্স' হ্যান্ডেল খুলতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করলেন দেশের বহু ইউজার। সোশ্যাল মিডিয়ার বিশেষজ্ঞদের মতে, ইউজাররা খানিকক্ষণ অপেক্ষা করে পেজ রিফ্রেশ করলে এই সমস্যার সুরাহা হতে পারে।
শুধু তাই নয়, এক্স'-এর মোবাইল অ্যাপ থেকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে কোনও সমস্যায় পড়তে হবে না ইউজারদের।
ঠিক কী কী সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ইউজারদের?
জানা গিয়েছে, ওয়েব ব্রাউজার থেকে লগ ইন করলে টুইটার ইউজাররা নিজেদের টাইমলাইন, পোস্ট করা টুইট এবং ট্রেন্ডিং টপিক দেখতে পারছেন না।
উল্লেখ্য, মাসখানেক আগেই যান্ত্রিক ত্রুটির কারণে বিশ্বজুড়েই সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল মেটা'র পরিষেবা।
তবে, এবারে অভিযোগের তির মাইক্রোব্লগিং সাইট এক্স-এর দিকে। যদিও, ভারতজুড়ে ইউজারদের এই সমস্যা নিয়ে এক্স-এর পক্ষ থেকে এখনও সরকারিভাবে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।