প্রযুক্তির দুনিয়ায় নতুন বিপ্লব আসতে চলেছে। সিম কার্ড বা ইন্টারনেট ছাড়াই দিব্যি চলবে ভিডিয়ো। ডিজিটাল দুনিয়ায় অন্য মাত্রা আনতে পারে ডিরেক্ট টু মোবাইল ব্রডকাস্টিং। কী এই প্রযুক্তি! কীভাবে চলে! জেনে নিন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তি অনেকটা রেডিয়ো এফএমের মতো। রিসিভার ও ফ্রিকোয়েন্সি ধরেই চলবে ভিডিয়ো। ব্রডব্যান্ড ও ব্রডকাস্ট- এই দুইয়ের মেলবন্ধন ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে খেলার লাইভ সম্প্রসারণও দেখা যাবে। ইন্টারনেট ছাড়াই এসব দেখা যাবে।
আরও পড়ুন: মাত্র ৪ টাকায় এয়ারটেলের থেকে ১৪ জিবি বেশি ডেটা দিচ্ছে জিও, রইল রিচার্জের হদিশ
খুব তাড়াতাড়ি দেশের ১৯টি শহরে ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তির ট্রায়াল চালানো হবে। এই প্রযুক্তি দেশীয়ভাবে তৈরি করা হয়েছে। কনটেন্ট ডেলিভারির কাজও আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।