মোবাইলে গোপন কিছু সার্চ করা দরকার হয়ে হয় অনেকেরই। সার্চের পর মোবাইলের হিস্ট্রি ও ব্রাউজিং ডেটা ডিলিট করার ঝামেলা না করতে অনেকেই ব্যবহার করেন ইনকগনিটো মোড। কী এই মোড। কেন দেওয়া হয়েছে এর সুবিধা, জেনে নিন।
অনেক সময় ব্রাউজিংয়ে প্রচুর হিস্ট্রি জমতে জমতে ক্রোম বা সাফারির মতো ব্রাউজার ভারী হয়ে যায়। হিস্ট্রি, ডেটা, ডাউনলোড ডিলিট না করলে, স্লো হয়ে যায় ডিভাইস। এই ইনকগনিটো মোডে সেই সমস্যা থাকে না। যারা একসঙ্গে অনেক ব্রাউজিংয়ের কাজ করেন, তারা ব্যবহার করতে পারেন এই মোড। আবার তথ্য গোপন রাখার জন্য ব্যবহার করা যায়।
গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, মোজিলা ফায়ারফক্স, সাফারি, এই সব ব্রাউজারে ইনকগনিটো মোড আছে। তিনটি ডট আইকনে ক্লিক করে নিউ ইনকগনিটো ট্যাবে ক্লিক করলেই খুলে যাবে এই মোড।