যে হারে তাপমাত্রার পারদ চড়ছে তাতে AC চালানো ছাড়া কোনও উপায় নেই। তাতে দেহ শান্তি পাচ্ছে ঠিকই কিন্তু টান পড়ছে পকেটে। কারণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিদ্যুতের বিল। অথচ খুব সহজেই AC-র জন্য প্রয়োজনীয় বিদ্যুতের খরচ কমানো সম্ভব। কীভাবে? জানুন-
টেম্পারেচরের উপর নির্ভর করে AC-র বিদ্যুৎ খরচ। সেক্ষেত্রে AC-র তাপমাত্রা ১৮-তে সেট না করে কমপক্ষে ২৪ অথবা ততোর্ধ্ব রাখা দরকার।
ঘরের এয়ার ফ্লো সঠিকভাবে থাকলে অতি দ্রুত ঘর ঠান্ডা হয়। সেকারণে AC-র ঠান্ডা হাওয়া যাতে বাধা প্রাপ্ত না হয় সেদিকে নজর রাখা জরুরি।
বর্তমানে একাধিক সংস্থা স্মার্ট AC বাজারে এনেছে। নিজের স্মার্টফোন ব্যবহার করে অথবা স্মার্ট রিমোর্টের মাধ্যমে দিনের বিভিন্ন সময়ের জন্য আলাদা আলাদা টেম্পারেচার সেট করা সম্ভব। এর মাধ্যমে বিদ্যুৎ বিল কমবে সহজেই।
ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০২০ সালের ১ জানুয়ারির পর থেকে সব সংস্থার AC-র ডিফাল্ট তাপমাত্রা থাকতে হবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এর মাধ্যমেও বিদ্যুতের বিল অনেকটাই কমবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।