ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন আপডেট নিয়ে আসে হোয়াটসঅ্য়াপ। ঠিক সেরকমই গ্রুপ কলে আরও একটি নতুন আপডেট নিয়ে আসছে মেটার এই প্ল্যাটফর্মটি। এবার থেকে Whatsapp iOS এ একসঙ্গে ৩১ জনকে কল করা যাবে। নতুন এই ফিচারটির বিষয়ে জানিয়েছে WABetainfo।
আগে হোয়াটসঅ্য়াপ iOS প্ল্যাটফর্মে মাত্র ১৫ জনকে একসঙ্গে কল করা যেত। কিন্তু এবার থেকে তা বাড়িয়ে ৩১ করা হয়েছে। হোয়াটসঅ্য়াপ iOS 23.22.72 ভার্সনে এই আপডেট রোলআউট করা শুরু হয়েছে। আগেই এই সুবিধা পেতেন অ্য়ান্ডরয়েড ব্যবহারকারীরা।
Read More- বড়সড় বিপদ Whatsapp Web-এ, অসতর্ক হলেই খালি হবে অ্য়াকাউন্ট
এরসঙ্গে পাসকি ফিচারও যোগ করা হবে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মে। এছাড়াও Google Password Manager এর সঙ্গে পাসকি ইনটিগ্রেট করা হচ্ছে।