বিশ্বের সব থেকে জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপে (Whatsapp) এল নয়া ফিচার। এবার থেকে আর নতুন কোনও গ্রুপ খুললে সেটার কোনও নাম দিতে হবে না। এমনটাই জানিয়েছে মেটা (Meta)।
হোয়াটসঅ্যাপের গ্রুপে চ্যাটিং, কলিং এবং বিভিন্ন ফাইল (ফটো, ভয়েস নোট, ভিডিও, ডকুমেন্ট) একসঙ্গে অনেকের কাছে শেয়ার করা যায়। কিন্তু এত দিন একটি গ্রুপ তৈরির জন্য প্রথমেই গ্রুপের একটি নাম দিতে হত। তবে, সম্প্রতি মেটা (Meta)-র সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছেন, নয়া এই আপডেটে এবার থেকে আর গ্রুপের নামকরণের বিষয়টি বাধ্যতামূলক রাখা হচ্ছে না। এর ফলে নতুন গ্রুপ তৈরির সময় নাম না দিলেও চলবে।
আরও পড়ুন - মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে? খালি রাখার সহজ উপায়
তাহলে কী নাম দেখা যাবে?
এক্ষেত্রে গ্রুপের নির্দিষ্ট কোনও নাম না থাকায় এক এক জনকে গ্রুপের এক একটি সদস্যের নাম দেখাবে। অর্থাৎ ওই গ্রুপেরর যে সদস্যের নম্বরটি আপনার কাছে সেভ করা রয়েছে সেটিই গ্রুপের নাম হিসেবে আপনাকে দেখাবে। তবে, গ্রুপ তৈরির ব্যাপারে কোনও পরিবর্তন আনেনি মেটা।