একাধিক ওটিটি সাবস্ক্রিপশন রয়েছে অথচ ইন্টারনেটের ঘাটতির কারণে সে সেব দেখার সময় হচ্ছে না। তাই আজ রইল এয়ারটেলের দুটি রিচার্জের হদিশ। যেখানে ১ হাজার জিবি ডাটার পাশাপাশি পাবেন ওটিটি সাবস্ক্রিপশনও। তবে, মোবাইলে নয়। এই প্ল্যান আনা হয়েছে জিও ফাইবার ব্যবহারকারীদের জন্য।
এয়ারটেলের ৬৯৯ টাকার প্ল্যান
AirFibe-এর ৬৯৯ টাকার প্ল্যানে বিনামূল্যের 4K Android TV সেট-টপ বক্স পাবেন। সঙ্গে ৪০ Mbps স্পিডে ১ হাজার জিবি ডেটা, ৩৫০টি লাইভ টিভি চ্যানেল এবং এয়ারটেল এক্সস্ট্রিমের সুবিধা পাবেন। সঙ্গে থাকবে Disney + Hotstar-এর মেম্বারশিপ।
আরও পড়ুন - কলিং, ডেটা, SMS! মাত্র ৫ টাকারও কম খরচে বিপুল অফার BSNL-এর
এয়ারটেল ৯৯৯ টাকার প্ল্যান
এটি মাসিক প্ল্যান। এতে ১০০ Mbps গতির ১ হাজার জিবি হাই স্পিড ডেটা,Android TV বক্স, ৩৫০টি লাইভ টিভি চ্যানেল পাবেন। এছাড়াও, Airtel Xstream, Disney + Hotstar-এর মেম্বারশিপও পাবেন।