জিমেইলের সঙ্গে টক্কর দিতে এবার নতুন ইমেইল পরিষেবা চালু করছেন টেসলার প্রধান ইলন মাস্ক। এই মেইল সার্ভিসের নাম হতে চলেছে এক্সমেইল। খুব শীঘ্রই এই পরিষেবা চালু হতে চলেছে।
সম্প্রতি জিমেইল বন্ধ হয়ে যাওয়ার খবর চাউর হয়েছিল। এর মধ্যেই এক্সমেইলের কথা ঘোষণা করেছেন ইলন মাস্ক। তবে, জিমেইল কিন্তু বন্ধ হচ্ছে না বলেই নিশ্চিত করেছে গুগল। ফলে, মনে করা হচ্ছে জিমেইলকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ইলন।
আরও পড়ুন - স্পিকারের আওয়াজ কমে গিয়েছে? মুহূর্তে সমাধান এই ৩ পদ্ধতিতে
সম্প্রতি টুইটার কিনে নিয়েছেন ইলন মাস্ক। কেনার পরেই এই প্ল্যার্টফর্মের নাম বদলে এক্স রেখেছেন। সেই অনুযায়ী, এই নতুন পরিষেবার নাম রাখা হয়েছে এক্স মেইল। কিন্তু এই নতুন মেইলে কী কী ফিচার থাকবে তা এখনও খোলসা করেনি সংস্থা।