বড়দিনে প্রবল ঠান্ডায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। তুষারঝড়ে দেশ জুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩১। কোথাও ৮ ফুট, কোথাও বা ১০ ফুট পুরু বরফের আস্তরণ জমে গিয়েছে রাস্তাঘাটে। দিনের পর দিন বিদ্যুৎ সংযোগ ছাড়া কাটাতে হচ্ছে অনেককেই।
সাইক্লোন বম্বের ফলে দেশের নানা প্রান্তে তাপমাত্রা হিমাঙ্কের ৪০ থেকে ৪৫ ডিগ্রি নীচে নেমে গিয়েছে। ঠান্ডায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও উদ্ধারকাজে বাধা পাচ্ছে নানা জায়গায়। তুষারঝড়ের মাঝে যতটা সম্ভব বাড়ির ভিতরেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
India corona situation: করোনার নয়া ভ্যারিয়ান্টে চিনের মতো প্রভাব ভারতে নয়, আশ্বাস বিশেষজ্ঞের
টানা ৫ দিন ধরে তুষার ঝড় চলেছে আমেরিকায়। অন্তত ২ লক্ষ মানুষ বড়দিন কাটিয়েছেন বিদ্যুৎহীন অবস্থায়। বিদ্যুতের খুঁটি ডুবে গিয়েছে বরফের আস্তরণে। দেশে যাতায়াত ব্যবস্থাও বিপর্যস্ত।
কলোরাডোতে ৪ জনের, নিউ ইয়র্কে ১২ জনের মৃত্যু হয়েছে। মোট ৯টি প্রদেশ থেকে মৃত্যুর খবর এসেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।