ফের হামলার ঘটনা ঘটল পাকিস্তানের বালোচিস্তানে। পাক সংবাদমাধ্যম দ্যা ডনের তরফে এই খবর জানানো হয়েছে। তাদের তরফে প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয়েছে বালোচিস্তানের গ্বদরে আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, আত্মঘাতী হামলার আগে এলোপাথারি গুলিও চালানো হয়। পালটা জবাব দেয় পাক সেনাবাহিনী। গুলির লড়াইয়ে আট জন হামলাকারীর মৃত্যু হয়েছে।
ওই হামলার পর বালোচের সংগঠন বালোচ লিবারেশন আর্মি (BLA) হামলার দায় স্বীকার করেছে। মকরানের বিভাগীয় কমিশনার জানিয়েছেন, বিদ্রোহীরা প্রথমে হামলা চালায়। যদিও তার পালটা জবাব দেয় নিরাপত্তারক্ষীরা।