কত কী ব্যাপার নিয়ে সমস্যা থাকে আমাদের! জীবনেও থেকে যায় এমন এক বা একাধিক মানুষ, যাদের প্রতি বিরক্তি অথবা ঘৃণা যেন কিছুতেই যেতে চায় না! প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা, অফিসের খিটখিটে বস, ক্ষতিকারক আত্মীয়-বন্ধু এই তালিকার যেন শেষ নেই। কখনও কখনও তাদের দিকেও ছুঁড়ে দিতে ইচ্ছে করে পাল্টা। কিন্তু, তা আর হয়ে ওঠে না। কানাডার চিড়িয়াখানার পক্ষ থেকে সেইসব আবেগকে প্রকাশ করার এক অভিনব উদ্যোগ নেওয়া হল! আসন্ন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কানাডার টরন্টো জু ওয়াইল্ডলাইফ কনসার্ভেন্সি বা টরন্টো চিড়িয়াখানা বন্যপ্রাণী সংরক্ষণের তরফে 'আরশোলার নাম দাও' ক্যাম্পেন শুরু করা হচ্ছে! যার পোশাকী নাম- 'নেম-আ-রোচ'।
মাত্র ২৫ ডলার বা ভারতীয় মুদ্রায় ১,৫০৭ টাকা ডোনেশন দিলেই পাওয়া যাবে এই সুযোগ! টুইটারে এই ক্যাম্পেনের সম্বন্ধে পোস্ট করে লেখা হয়েছে- 'এমন কেউ আছে, যার ব্যবহারে আপনি তিতিবিরক্ত? তাহলে এসে গেল দারুণ সুযোগ! আসন্ন ভ্যালেন্টাইন্স ডে'তে আরশোলার নাম তাদের নামে রেখে চমকে দিন!'
যদিও, এই নাম দিতে গিয়ে কোনওরকম হেট স্পিচ বা অন্যান্য অসাংবিধানিক শব্দ প্রয়োগ করলে তা মানা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে চিড়িয়াখানার পক্ষ থেকে।